ব্যবসায়ীদের দখলে ফুটপাথ, পথচারীর জায়গা নেই (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩
দোকান যার তারই দায়িত্ব সামনের অংশ পরিষ্কার করার। কিন্তু রাজধানীজুড়ে ব্যবসায়ীরাই দখল করে আছে চলাচলের ফুটপাথ। এমনকি রাস্তার মাঝে চুলো জ্বালিয়ে ফাস্টফুডের দোকানও খুলে বসেছে তারা।
রাজধানীর প্রায় সব ওয়ার্ডের একই অবস্থা। দোকান যার, তার সামনের অংশের দখলও তার। ফুটপাথজুড়ে রীতিমতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
”জনদুর্ভোগের আরেক নাম হচ্ছে ফুটপাতের দখল, তারা বিশ ফিট লিজ নেয়, ত্রিশ ফিট দখল করে” এভাবেই ক্ষোভ জানান এক পথচারী।
এদিকে ফুটপাত দোকানী বলছেন, “বড় বড় নেতারা যদি বসতে না দিতো তাহলে কি আর আমরা বসতে পারতাম!।”
ভূক্তভোগীরা বলছেন, রাজধানীর রাস্তায় নির্বিঘ্নে পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফুটপাথ দখল থাকায় রাস্তার মাঝ দিয়ে চলতে গিয়ে হরহামেশাই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
”দোকান বসে আছে ফুটপাতে, প্রতিবন্ধী তো দূরের কথা, স্বাভাবিক মানুষও হাঁটার জায়গা নেই।” বলছেন আরেক পথচারী।
“পুলিশ প্রশাসন থেকে শুরু করে এটা সবারই জানা, কিন্তু কেউ গুরুত্ব দেয়না এটাই সমস্যা।” বলেন আরেক পথচারী।
কোথাও আবার ফুটপাথের মাঝে গরম তেলে ভাজা হচ্ছে নানান ধরণের মুখরোচক খাবার। কড়াইয়ে টগবগে তেল উতরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পথ হাঁটছে মানুষ। এসব নিয়ে অভিযোগের অন্ত নেই রাজধানীর গন্তব্যে ফেরা মানুষের।
এসবি/
আরও পড়ুন